ইউটিউব শর্টস নির্মাতাদের জন্য এসেছে সুখবর
ইউটিউব শর্টস নির্মাতাদের জন্য এসেছে সুখবর। এই ভিডিও প্ল্যাটফর্মে এখন থেকে আরও সহজে শর্টস ভিডিও তৈরি করা যাবে। এজন্য যুক্ত হচ্ছে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি। ‘ভিও থ্রি’ (Veo 3) নামের এই উন্নত এআই মডেলটি তৈরি করেছে গুগল। সূত্র: নিউজ ১৮
ইউটিউব বলছে, এই প্রযুক্তি কনটেন্ট নির্মাণের জগতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। তবে প্রযুক্তিগত এই অগ্রগতিকে ঘিরে কিছু শঙ্কাও রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এআইনির্ভর ভিডিও নির্মাণের প্রাধান্য বাড়লে মানবসৃষ্ট কনটেন্টের গুরুত্ব কমে যেতে পারে, যার প্রভাব পড়তে পারে পেশাদার নির্মাতাদের আয়ে।
তারা আরও বলছেন, সময় ও শ্রম সাশ্রয় হলেও এআই প্রযুক্তির ফলে কিছু জটিলতাও তৈরি হতে পারে। যেমন—ভুল তথ্য ছড়িয়ে পড়া, গোপনীয়তা লঙ্ঘন, এবং ডিপফেক ভিডিওর ঝুঁকি বেড়ে যেতে পারে। ইতোমধ্যে বিশ্বজুড়ে এআই ব্যবহার করে তৈরি ভিডিওর বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘন ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। এমনকি কয়েকটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা পর্যন্ত হয়েছে।
Comments are closed.