আপনাদেরকে আমি ছাড়ব না : ইমরান খান
পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি) চেয়ারম্যান ও তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, আমি যখন বের হব, আপনাদেরকে আমি ছাড়ব না।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা শুনানির সময় এই হুমকি দেন।
ইমরান খান জানান, স্ত্রী বুশরা বিবি ও তার বিরুদ্ধে সাজানো মামলার কারণে কারাগারে রয়েছেন। এর বিরুদ্ধে তিনি পদক্ষেপ নেবেন।
নতুন তোশাখানা মামলার শুনানির সময় এনএবির তদন্ত কর্মকর্তা মোহসিন হারুনের দিকে আঙুল দেখিয়ে তিনি বলেন, আপনারা আমাকে কারাগারে রেখেছেন, কিন্তু আমি যখন বের হব, আপনাদেরকে ছাড়ব না।
এর আগে ইমরান খান বিচারক জেবা চৌধুরীসহ বিভিন্ন পাবলিক অফিসারকে হুমকি দেন। তার আসন্ন শুনানির জন্য, এনএবি প্রসিকিউশন টিমের পক্ষ থেকে এজর্নমেন্ট চাওয়া হয়েছে কারণ প্রধান প্রসিকিউটর ওমর মাজিদের অনুপস্থিতি রয়েছে। তারা সম্প্রতি সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত পুনরীক্ষণ করতে চাইছেন।
অতএব, অ্যাকাউন্টেবিলিটি আদালত প্রসিকিউশন টিমের অনুরোধে ৯ সেপ্টেম্বর পর্যন্ত শুনানি স্থগিত করা হয়েছে।