অলিম্পিকে ৬ দলের ক্রিকেট!

ক্রিকেটকে বিশ্ব মানচিত্রে আরও ছড়িয়ে দিতে একাধিক পদক্ষেপ নিয়েছে আইসিসি। দীর্ঘদিন ধরেই অলিম্পিকে ক্রিকেট অন্তর্ভুক্ত করতে চেষ্টা করছে আইসিসি। দলসংখ্যা কমিয়ে হলেও ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেট চাইছে আইসিসি কর্তারা। ক্রিকেটওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর খবর, অলিম্পিকে ক্রিকেট রাখা হলেও তাতে ছয় দলের বেশি অংশ নেওয়ার সুযোগ থাকবে না।

নতুন খেলা অন্তর্ভুক্তকরণের বিষয়ে মার্চে সভায় বসবে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের আয়োজক কমিটি। আর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানতে অপেক্ষা করতে হবে অক্টোবর পর্যন্ত। অক্টোবরে আন্তর্জাতিক আইওসির সভায় হবে চূড়ান্ত সিদ্ধান্ত। সে সভাটি অনুষ্ঠিত হবে ভারতের মুম্বাইয়ে।

ক্রিকইনফো জানিয়েছে, ছেলে ও মেয়ে উভয় বিভাগে ছয় দলের ইভেন্ট প্রস্তাব করলেও আইসিসি এখনো টুর্নামেন্টের কাঠামো চূড়ান্ত করেনি। তবে প্রস্তাব গৃহীত হলে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ছয় দল সুযোগ পাবে বলে ধারণা করা হচ্ছে। লস অ্যাঞ্জেলস অলিম্পিক কমিটি আইসিসিকে এমন একটি ফরম্যাট প্রস্তাব করতে বলেছিল, যেটা বিশ্বকাপে খেলা হয়। তাই আয়োজক কমিটির পরামর্শে টি-টোয়েন্টিকে বেছে নেওয়া হয়েছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.