অবশেষে আইপ্যাডে চালু হলো হোয়াটসঅ্যাপ
আগে আইপ্যাডে সরাসরি হোয়াটসঅ্যাপ ব্যবহারের কোনো সহজ উপায় ছিল না। অবশেষে আইপ্যাডের জন্য চালু করা হয়েছে হোয়াটসঅ্যাপের অফিসিয়াল অ্যাপ। দীর্ঘ প্রতীক্ষার পর মেটা (হোয়াটসঅ্যাপের মূল সংস্থা) এটি অ্যাপ স্টোরে প্রকাশ করেছে। এখন আইপ্যাড ব্যবহারকারীরাও তাদের ট্যাবলেটে হোয়াটসঅ্যাপের সব ফিচার ব্যবহার করতে পারবেন। যেমন মেসেজ পাঠানো ও গ্রহণ করা, অডিও ও ভিডিও কল করা, গ্রুপ চ্যাটে অংশ নেওয়া, স্ক্রিন শেয়ারিং এবং আরও অনেক কিছু।
মেটার দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপ্যাডের জন্য হোয়াটসঅ্যাপ আনাটা ব্যবহারকারীদের অন্যতম বড় চাহিদা ছিল। অ্যাপটি চালু হওয়ার ফলে এখন আইপ্যাড থেকে একসঙ্গে ৩২ জন ব্যবহারকারী ভয়েস ও ভিডিও কল করতে পারবেন, স্ক্রিন শেয়ার করতে পারবেন এবং আইপ্যাডের সামনে ও পেছনের উভয় ক্যামেরাই ব্যবহার করা যাবে।
অ্যান্ড্রয়েড ও আইফোনের মতোই প্রায় একই রকম ফিচার থাকলেও, আইপ্যাড সংস্করণে রয়েছে বড় স্ক্রিনের জন্য উপযোগী ডিজাইন। এখানে বাম পাশে চ্যাট তালিকা এবং ডান পাশে নির্দিষ্ট চ্যাট উইন্ডো দেখানো হবে।
মেটা জানায়, অ্যাপটি মাল্টিটাস্কিং সুবিধাকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে আছে স্টেজ ম্যানেজার সাপোর্ট, যার মাধ্যমে যে অ্যাপটি ব্যবহার করা হচ্ছে তা স্ক্রিনের কেন্দ্রস্থলে থাকবে, আর বাম পাশে থাকবে সম্প্রতি ব্যবহার করা অ্যাপগুলোর তালিকা। ফলে একসঙ্গে একাধিক অ্যাপ ব্যবহার করা যাবে।
এ ছাড়া, স্প্লিট ভিউ সাপোর্ট থাকায় একই স্ক্রিনে পাশাপাশি দুইটি অ্যাপ চালানো যাবে। স্লাইড ওভার সুবিধার মাধ্যমে ছোট একটি ভাসমান উইন্ডোতেও হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা ম্যাজিক কিবোর্ড ও অ্যাপল পেনসিলও ব্যবহার করতে পারবেন।
এখন এটি একটি স্বাধীন অ্যাপ হিসেবে কাজ করবে এবং আইফোন সংযুক্ত না থাকলেও ব্যবহারকারীরা তাদের চ্যাট অ্যাক্সেস করতে পারবেন।
নিরাপত্তা ও গোপনীয়তা
হোয়াটসঅ্যাপের এই সংস্করণ মাল্টি-ডিভাইস প্রযুক্তি ব্যবহার করে, ফলে আইফোন, আইপ্যাড ও ম্যাকে একই সঙ্গে চ্যাট ও মিডিয়া সিংক থাকবে। চ্যাটগুলো থাকছে আগের মতোই এন্ড-টু-এন্ড এনক্রিপটেড, ফলে মেটাও কোনো বার্তা পড়তে পারবে না। এ ছাড়া, চ্যাট লক ফিচারের মাধ্যমে ফেস আইডি বা পিন দিয়ে বার্তাগুলো লক করা যাবে।
– দ্য ভার্জ
Comments are closed.