ভারতে ১০,০০০ রেমডেসিভির পাঠাচ্ছে বাংলাদেশ

করোনা মহামারি মোকাবিলায় ভারতে জরুরি ওষুধ ও চিকিৎসা সামগ্রীর অংশ হিসেবে ১০ হাজার রেমডেসিভির পাঠাচ্ছে বাংলাদেশ।

বুধবার (৫ মে) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস বিষয়টি নিশ্চিত করেছেন।

মাশফি বিনতে শামস জানান, বেনাপোল সীমান্ত দিয়ে এ ওষুধ পাঠানো হচ্ছে। বুধবারই ওষুধের এই চালান পাঠানো হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ভারতে করোনার পরিস্থিতি দ্রুত অবনতি হওয়ায় বাংলাদেশ সরকার সে দেশের মানুষের জন্য জরুরিভিত্তিতে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর প্রস্তাব দেয়।

তবে এই ওষুধের মধ্যে প্রয়োজনীয় রেমডেসিভিরও রয়েছে। ভারতে এখন প্রচুর রেমডেসিভির সংকট। সে কারণে এই ওষুধ পাঠানো হচ্ছে।

ভারতে করোনা অবনতি হওয়ায় গত ৩০ এপ্রিল বাংলাদেশ সরকার জরুরি সহায়তার ঘোষণা দেয়।

You might also like

Leave A Reply

Your email address will not be published.