২৫২ বাংলাদেশি প্রবাসীর সৌদি আরব গমন

সৌদি আরবে পৌঁছেছেন ২৫২ বাংলাদেশি প্রবাসী। বুধবার স্থানীয় সময় সকাল ৬টায় তারা রিয়াদে পৌঁছান।

এর আগে মঙ্গলবার রাত ১২টা ৫৭ মিনিটের দিকে প্রবাসীদের নিয়ে সাউদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

সৌদি আরব থেকে ছুটিতে আসা কয়েক হাজার প্রবাসীর ভিসার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ সেপ্টেম্বর। সৌদিতে যেতে দরকার বিমানের টিকিট। কিন্তু সেই টিকিট পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।

বিমান ও সৌদি এয়ারলাইনসের টিকিটের জন্য সৌদি প্রবাসীরা বুধবারও ঢাকার রাজপথে বিক্ষোভ করছেন। এয়ারলাইনসের অফিসের সামনে নির্ঘুম রাত কাটাচ্ছেন, তার পরও টিকিট মিলছে না।

এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান গণমাধ্যমকে বলেন, এতদিন সৌদি আরবের সঙ্গে আমাদের আকাশপথে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন ছিল। মধ্যপ্রাচ্যের অনেক দেশই ফ্লাইট শুরু করেছে। আমরা চাচ্ছিলাম সৌদি আরব থেকেও ফ্লাইট শুরু হোক। আমরা সর্বাত্মক সহযোগিতা করব। সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি। বাংলাদেশিদের ফিরে যেতে সাউদিয়া যে কয়টি ফ্লাইটের অনুমোদন চাইবে, আমরা দেব। যেন প্রবাসীরা ফিরে যেতে পারেন। একইসঙ্গে আমাদের বিমান বাংলাদেশও যেন যেতে পারে সেজন্য কাজ করছি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.