সবচেয়ে বেশি বয়সে অস্কার জয় অ্যান্থনি হপকিন্সের

সবচেয়ে বেশি বয়সে অস্কার জিতে রেকর্ড গড়লেন অভিনেতা অ্যান্থনি হপকিন্স। ‘দ্য ফাদার’ সিনেমায় অভিনয়ের জন্য তার এই অর্জন। ৮৩ বছয় বয়সী এ অভিনেতা দ্বিতীয়বারের মতো ঘরে নিলেন অস্কার।

এর আগে ২০১২ সালে ‘বিগিনার্স’ ছবির সুবাদে অস্কারের গোল্ডেন ট্রফি জিতেছিলেন ৮২ বছর বয়সী ক্রিস্টোফার প্লামার। এতদিন পর্যন্ত অস্কারের সব চেয়ে বয়স্ক বিজয়ীর নেমপ্লেটে খোদাই করা ছিল তারই নাম। এবার সে রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন হপকিন্স।

এই নিয়ে অস্কারের মঞ্চে দু’দুবার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতলেন হপকিন্স। যদিও দর্শকের একটি বড় অংশ আশা করেছিল এবারের ‘সেরা অভিনেতা’-র পুরস্কারটি পাবেন প্রয়াত অভিনেতা চ্যাডউইক বোসম্যান ‘মা রেইনি’স ব্ল্যাক বটম ‘ ছবির জন্য। তবে তা হয়নি।

চলতি বছরে ‘বাফটা’-তেও সেরা অভিনেতার খেতাব জয়ের পর অস্কারেও বজায় থাকলো অ্যান্থনি হপকিন্স-এর বিজয়রথ।

অ্যান্থনি হপকিন্স প্রথমবার অস্কার জিতেছিলেন ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ছবি ‘দ্য সাইলেন্স অব দ্য ল্যাম্ব ‘-এ হ্যানিবল লেক্টরের ভূমিকায় অভিনয় করে।

মোট ছয়বার অস্কারের অভিনেতা ও সহঅভিনেতার বিভাগে মনোনয়ন পেয়েছিলেন অ্যান্থনি হপকিন্স।

You might also like

Leave A Reply

Your email address will not be published.