মমতাই জয়ী, শুভেচ্ছা বিজেপি-কংগ্রেসের

শেষমেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই হাসি ফুটল। দিনভর নাটকীয়তার পর জানা গেল, এ আসনে নিজের হাতে গড়া নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জিতেছেন নন্দীগ্রামেও। মমতার হাতে গড়া তৃণমূলের নেতা ছিলেন শুভেন্দু। কিন্তু তিনি রাজনৈতিক পল্টিতে যোগ দেন বিজেপিতে। তার বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন মমতা নিজে। তাকে পরাজিত করলেন মমতা। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, ১২০১ ভোটে নন্দীগ্রামে জিতেছেন মমতা। গত বছর ডিসেম্বরের মাঝামাঝি বিজেপি-তে যোগ দেন শুভেন্দু।

তার পর লাগাতার মমতা ও তার ভাইয়ের ছেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ চালিয়ে গেছেন তিনি। সেই তুলনায় তৃণমূল অনেকটাই স্তিমিত ছিল। তবে অধিকারীদের সঙ্গে সম্পর্কের শেষ পেরেক পোতেন মমতাই। নন্দীগ্রামে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন এখান থেকেই ভোটে লড়বেন তিনি। এবার জয়ী হয়ে সকল সমালোচনার জবাব দিলেন মমতা। এছাড়া তার দলও ফের ক্ষমতায় বসছে। বিজেপি-কংগ্রেসের নেতারা শুভেচ্ছা জানাচ্ছেন তাকে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.