বাংলাদেশে শনাক্তের সংখ্যা দেড় লাখ ছাড়ালো

বাংলাদেশে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা দেড় লাখ ছাড়িয়েছে। এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৫৩ হাজার ২৭৭ জন। গত ২৪ ঘণ্টায় আরও চার হাজার ১৯ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এছাড়া একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৮ জন। এনিয়ে মোট মারা গেলেন ১,৯২৬ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অনলাইন বুলেটিনে বলা হয়, ৭০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৮,৩৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট ৮,০২,৬৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া একই সময়ে সুস্থ হয়েছেন ৪,৩৬৪ জন। এনিয় মোট সুস্থ হলেন ৬৬,৪৪২ জন।

গতকাল বুধবার পর্যন্ত করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৮,৪২৬টি। এরমধ্যে নতুন শনাক্ত হয়েছিলেন ৩,৭৭৫ জন। মোট শনাক্ত হয়েছিলেন ১,৪৯,২৫৮ জন। আর গতকাল আরও ৪১ জন মারা যান। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছিল ১,৮৮৮ জন। এছাড়া গতকাল সুস্থ হয়েছিলেন ২,৪৮৪ জন। এনিয়ে মোট সুস্থ হয়েছেন ৬২,১০২ জন।

আপনার সুস্থতা আপনার হাতে উল্লেখ করে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সকলকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে সকলের প্রতি আহবান জানানো হয়।
দেশে নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। আর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

You might also like

Leave A Reply

Your email address will not be published.