চীনের টিকা প্ল্যাটফর্মে বাংলাদেশ

জরুরি প্রয়োজনে করোনাভাইরাসের টিকা পেতে চীনের উদ্যোগে ৬টি দেশ নিয়ে গঠিত প্ল্যাটফর্মে যুক্ত হতে সায় দিয়েছে বাংলাদেশ। ‘ইমার্জেন্সি ভ্যাকসিন স্টোরেজ ফ্যাসিলিটি ফর কোভিড ফর সাউথ এশিয়া’ নামের এই প্ল্যাটফর্মের চীন, বাংলাদেশ ছাড়া অন্য চার দেশ হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।

ভারতে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ক্রমে দেশটি থেকে টিকা পেতে অনিশ্চয়তা দেখা দিয়েছে। পরিস্থিতি অপরিবর্তিত থাকলে আগামী দুই থেকে তিন মাস টিকা রপ্তানির সুযোগ নেই বলে জানিয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউট।
এ অবস্থায় বিকল্প উৎস থেকে টিকা সংগ্রহের চেষ্টা করছে বাংলাদেশ। চীন এবং রাশিয়ার টিকা বাংলাদেশে উৎপাদনের বিষয়েও আলোচনা চলছে।
ওদিকে, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, বিশ্বব্যাপী করোনার টিকা নিয়ে একটা সংকট রয়েছে।

সরবরাহের তুলনায় চাহিদা অনেক বেশি। বাংলাদেশ যেন টিকার কার্যক্রম চালিয়ে যেতে পারে, ভারতের পক্ষ থেকে সেই সহযোগিতা করা হবে। আগরতলা-আখাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় আজ তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.