করোনা মুক্ত টেস্ট অধিনায়ক মুমিনুল

বাংলাদেশ টি-২০ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ আগেই করোনা মুক্ত হয়েছেন। এবার করোনা মুক্ত হলেন টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। শুক্রবার করোনা মুক্ত হওয়ার বিষয়টি মুমিনুল হক নিশ্চিত করেছেন।

গত ১০ নভেম্বর করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। এরপর থেকেই ছিলেন আইসোলেশনে। সবসময় তার খোঁজ খবর রাখছিলেন বিসিবির চিকিৎসকরা। ১০ দিন পরে করোনা মুক্ত হওয়ার এখন তিনি বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্টে খেলার জন্য প্রস্তুত।

এর আগে করোনা আক্রান্ত হওয়া মাহমুদুল্লাহ রিয়াদ সুস্থ হয়ে বঙ্গবন্ধু টি-২০ কাপে খেলার জন্য অনুশীলনে নেমে পড়েছেন। জেমকন খুলনা তাকে দলের অধিনায়কের দায়িত্বও দিয়েছে। গত ৭ নভেম্বর করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। তারও সুস্থ হয়ে ফিরতে লাগে ১০ দিন।

মুমিনুল হক বঙ্গবন্ধু টি-কাপে খেলবেন গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে। এরই মধ্যে চট্টগ্রামের নেতৃত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ মিঠুনকে। চট্টগ্রাম বঙ্গবন্ধু টি-২০ কাপে মুস্তাফিজ-লিটন-সৌম্য-মুমিনুল-শরিফুল-সনজিত-মাহমুদুল জয়দের নিয়ে তরুণ এক দল গড়েছে। করোনা মুক্ত হওয়া মুমিনুলকেও দায়িত্ব নিতে হবে চট্টগ্রামকে সামনে এগিয়ে নেওয়ার।

You might also like

Leave A Reply

Your email address will not be published.