বাল্যবিবাহ ও যৌন নিপীড়ন বেড়েছে করোনায়: জাতিসংঘ

করোনা ভাইরাসের মহামারিতে নাকাল সারা বিশ্ব। ভাইরাসটির প্রাদুর্ভাবে বিশ্বজুড়ে নানা মুখী বিপর্যয়ের দেখা দিয়েছে। জাতিসংঘ বলছে, কোভিড-১৯ এর মহামারিতে বৈশ্বিকভাবে বেড়েই চলছে বাল্য বিবাহ। সেই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে যৌন নিপীড়নের শিকার নারীদের সংখ্যা।

জাতিসংঘের একজন সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, বাল্য বিবাহ বন্ধে বিশ্বজুড়ে যে অগ্রগতি সাধিত হয়েছে তা ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে নারীদের প্রতি যৌন সহিংসতা। অনিশ্চয়তা পড়েছে বিশ্বের লাখ লাখ তরুণীর ভবিষ্যৎ।

জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থার (ইউএনএফপিএ) প্রধান নেতালিয়া কানেম বলেন, করোনা মহামারির ফলে আমাদের কাজগুলো আরো কঠিন হয়েছে। নারীদের প্রতি যৌন নির্যাতন ও বাল্যবিবাহ উভয়দিক সামলে উঠতে হিমশিম খাচ্ছে তার সংস্থা।

তিনি আরও বলেন, ১৩ মিলিয়ন তরুণীকে অপ্রাপ্ত বয়সেই বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছে। সে সঙ্গে দুই মিলিয়ন নারী আসছে দিনগুলিতে যৌন নির্যাতনের শিকার হবে। কারণ করোনা ভাইরাস বৈশ্বিকভাবে দুইটাই দিককে নিয়ন্ত্রণে বাঁধা হয়ে দাঁড়িয়েছে। আল জাজিরা।

You might also like

Leave A Reply

Your email address will not be published.