করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট কী?

করোনাভাইরাসের ভ্যারিয়েন্ট নিয়ে এখন সারা বিশ্বের বিজ্ঞানীরা পরীক্ষা-নিরীক্ষা শুরু করেচেহ্ন। এখনও নিশ্চিত হওয়া যায়নি যে, কোভিডের এই ভ্যারিয়েন্ট কতটা ছড়িয়েছে। ধারণা করা হচ্ছে, ভারতে এখন সংক্রমণের যে ভয়াবহ দ্বিতীয় ঢেউ চলছে তার জন্য এই ভ্যারিয়েন্টিই দায়ি।

বিবিসির খবরে জানানো হয়েছে, কোনো ভাইরাসই ক্রমাগত নিজের ভেতরে নিজেই মিউটেশন ঘটাতে থাকে। অর্থাৎ নিজেকে বদলাতে থাকে। অধিকাংশ ক্ষেত্রেই এই পরিবর্তন প্রক্রিয়া নিয়ে তেমন মাথাব্যথার প্রয়োজন হয়না। কারণ নতুন সৃষ্ট অনেক ভ্যারিয়েন্ট মূল ভাইরাসের থেকে দুর্বল এবং কম ক্ষতিকর হয়। কিন্তু কিছু ভ্যারিয়েন্ট আবার অধিকতর ছোঁয়াচে।

করোনাভাইরাসের ভারত ভ্যারিয়েন্ট এর বৈজ্ঞানিক নাম দেয়া হয়েছে বি.১.৬১৭।

এটি প্রথম ভারতে শনাক্ত হয় অক্টোবর মাসে। কত দ্রুত এবং কতদূর নতুন ধরনের এই ভাইরাসটি ভারতে ছড়িয়েছে তার সুনির্দিষ্ট ধারণা পেতে যে মাত্রায় নমুনা পরীক্ষা করতে হয় তা এখনও ভারতে সম্ভব নয়। দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৩৬১টি নমুনা পরীক্ষায় ২২০টির মধ্যে নতুন ধরনের এই ভাইরাসটি শনাক্ত হয়। এরই মধ্যে কমপক্ষে ২১টি দেশে করোনাভাইরাসের ভারতীয় ভ্যারিয়েন্ট সনাক্ত হয়েছে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.