করোনাক্রান্তদের ‘ফ্রি অক্সিজেন সার্ভিস’ দেবে স্বেচ্ছাসেবক লীগ

করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের ‘ফ্রি অক্সিজেন সার্ভিস’ দেবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার (২০ এপ্রিল) বেলা ১২টায় রাজধানীর কলবাগান ক্রীড়া চক্র প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ‘ফ্রি অক্সিজেন সার্ভিস’ কার্যক্রমের উদ্বোধন করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

অনুষ্ঠানে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্বেচ্ছাসেবক লীগ মানবিক সেবা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। শেখ হাসিনার কর্মীরা মানুষের সেবাকে দায়িত্ব মনে করে কার্যক্রম পরিচালনা করে।’

আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘দেশরত্ন শেখ হাসিনার পরামর্শ ও নির্দেশনার আলোকে মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবক লীগ। জনসচেতনতা সৃষ্টি, টেলিহেলথ সার্ভিস, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, লাশ বহন, গোসল, জানাজা, দাফন, সৎকার ও খাদ্য সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। ফ্রি অক্সিজেন সার্ভিস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় মহতী উদ্যোগ।’

নির্মল রঞ্জন গুহ বলেন, ‘সেবা, শান্তি, প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। আমরা সেবার মানসিকতা নিয়ে জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসাবে কাজ করি। করোনার শুরু থেকে সারা দেশে স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি ইউনিট সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে প্রমাণ করতে সক্ষম হয়েছে, স্বেচ্ছাসেবক লীগ সেবার মানসিকতা নিয়ে সব সময় মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।’

আফজালুর রহমান বাবু বলেন, ‘মহামারি করোনায় বিপর্যস্থ সারা বিশ্ব। স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর নির্দেশে ভয়কে জয় করে দিনরাত মানুষের সেবায় নিয়োজিত।’

You might also like

Leave A Reply

Your email address will not be published.