ইসরায়েলে ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে নিহত ৪৪, আহত শতাধিক

ইসরায়েলের উত্তরাঞ্চলে ইহুদি ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠানে পদদলিত হয়ে কমপক্ষে ৪৪ জন নিহত হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার সকালের এ ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

ইসরায়েলের উদ্ধারকারী দল দ্য মেগান ডেভিড অ্যাডম (এমডিএ) হতাহতের তথ্য নিশ্চিত করেছে, তবে তারা কোনও সংখ্যা প্রকাশ করেনি।

হার্টজ পত্রিকার তথ্যানুযায়ী, ৪৪ জন নিহত হয়েছে। আহতদের উদ্ধারে তৎপরতা চলছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘটনাকে ‘বড় ধরনের বিপর্যয়’ বলে উল্লেখ করেছেন। আহতদের জন্য প্রার্থনা করছেন বলে জানান তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, ‘লাগ বাওমর’ পালনের জন্য মাউন্ট মেরনে জড়ো হয়েছিলেন ইহুদি ধর্মাবলম্বীরা। গত বছর করোনার সংক্রমণের কারণে সেখানে গণজমায়েতের ওপর বিধিনিষেধ দেওয়া হয়। তবে টিকাদান কর্মসূচিতে সাফল্যের কারণে এ বছর সেটি খুলে দেওয়া হয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলে আসে জরুরি সেবা ও অ্যাম্বুলেন্স। মৃতদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

জরুরি সেবার সঙ্গে জড়িত কর্মকর্তারা বলেছেন, ৩৮ জনের অবস্থা গুরুতর। আরও অনেকে আহত হয়েছেন। জীবিত শেষ জনকেও উদ্ধারে তৎপরতা চলবে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.