আর যুক্তরাষ্ট্রের ফুটবল খেলা দেখব না: ট্রাম্প

এখন থেকে যুক্তরাষ্ট্রের ফুটবল ও রাগবি খেলা আর দেখবেন না বলে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রিপাবলিকান দলের ম্যাট গায়েৎজের এক টুইটের সহমত জানিয়ে গতকাল ট্রাম্প লেখেন– আমি আর এটি (ফুটবল) দেখছি না। শোনা যাচ্ছে– এনএফএলও (রাগবি লিগ) একই পথে হাঁটছে। তারাও আমাকে দর্শক হিসেবে পাবে না।

সংবাদমাধ্যম ইউএসএ টুডে জানিয়েছে, সম্প্রতি পুলিশি নৃশংসতায় কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড হত্যায় এক অভিনব প্রতিবাদ বেছে নিয়েছে যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশন (ইউএসএসএফ)। সেটি হলো– এখন থেকে ফুটবল লিগে জাতীয় সংগীত বাজার সময় দাঁড়িয়ে থাকবেন না ফুটবলাররা, এ সময় তারা কৃষ্ণাঙ্গদের সম্মানে হাঁটু গেড়ে বসবেন।

আর ইউএসএসএফের এই নিয়ম একদমই পছন্দ হয়নি মার্কিন প্রেসিডেন্টের। তাই তিনি এই নিয়মের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ফুটবল আর দেখবেন না জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

শুধু ট্রাম্পই নন, ক্ষমতাসীন দলের বেশ কয়েকজন নেতা যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের এই প্রতিবাদকে ভালো চোখে দেখছেন না।

এ সিদ্ধান্তের সমালোচনা করে রিপাবলিকান দলের ম্যাট গায়েৎজ টুইট করেন, ‘জাতীয় সংগীতের সময় দাঁড়ায় না, এমন ফুটবল দলের চেয়ে যুক্তরাষ্ট্রের দল না থাকাই ভালো।

গায়েৎজের সেই টুইটের পরই আর খেলা দেখবেন না বলে জানান ট্রাম্প।

You might also like

Leave A Reply

Your email address will not be published.