অন্যের লেখা চুরি করে বই প্রকাশ করে ধরা পড়ে ক্ষমা চাইলেন ফারজানা

অবশেষে সেই লেখিকা ক্ষমা চাইলেন। লেখা চুরির জন্য প্রকৃত লেখার মালিক জাহান রিমার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী লেখিকা জাহান রিমা অনেকদিন ধরেই লেখেন। সেই লেখা বিভিন্ন সময় পত্র-পত্রিকা ও ফেসবুকে প্রকাশ হয়। আর সেসব লেখায় যোগাড় করে নিজের নামে বই করে ফেলেছেন ফারজানা হোসেন নামের এক তরুণী। প্রকাশক এই অভিযোগ আমলে নিয়ে ফারজানার সকল বই মেলা থেকে তুলে নিয়েছেন।

প্রকাশের পর ফারজানা নিজেই সোশ্যাল মিডিয়ায় সকলের নিকট ক্ষমা চেয়েছেন। ফারজানা বলছেন, ‘ভুল-ত্রুটি ও ভালো-মন্দের মিশেলে মানুষের জীবন। আমরা কেউই ভুল-ত্রুটির ঊর্ধ্বে নয়। তবে আমি যা করেছি সেটি পাপ। ২০১৯ সালে পেনড্রাইভ প্রকাশিত হয়। পেনড্রাইভ উপন্যাসটি সম্পূর্ণ রাজনীতি ও অপরাধ জগৎ নিয়ে লেখা। তবে আপুর স্ট্যাটাসের কয়েকটা লেখা আমি পেনড্রাইভ এ যুক্ত করি। লেখাগুলো মার্ক করে নিচে দিয়ে দিলাম।’

প্রথম বই নিয়ে ফারজানা অভিযুক্ত হন। সেটার রেশ কাটতে না কাটতে দেখা যায় দ্বিতীয় বইটিও প্রকাশ করা রিমার লেখা দিয়ে। জাহান রিমা বলছেন, ‘এই মেয়ের দ্বিতীয় এই বইটিও আমার লেখা দিয়ে শুরু। অর্থাৎ দুইটি বইয়ের কথা জানতে পেরেছি; দুইটি বই-ই আমার লেখা গদ্য-পদ্য দিয়ে করা। প্রথম আলো পত্রিকাসহ বিভিন্ন প্রচার মাধ্যমের লেখা দিয়ে করা। এই মেয়ে বছরের পর বছর বই প্রকাশ করছে সম্পূর্ণ আমার লেখা দিয়ে। যা আমি জানতামই না। ফারজানা হোসাইন ২০১৬ থেকে ২০২০ আমার লেখাকে তার লেখা বলে যাচ্ছেন। এমনই দুঃসাহস। এবং সে চুরির লেখা বই লিখে রীতিমত সাহিত্য বোদ্ধা!’

ফারজানা অনুতপ্ত বলে স্বীকার করে নিয়ে বলেন, ‘আমার একবছর আগের এই ভুলের জন্য আমি অনুতপ্ত এবং জাহান রিমা আপুর কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি জানি জাহান রিমা আপু একজন উদারপ্রকৃতির মানুষ। তিনি আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নিবো। আপুর কাছে আরেকটা প্রার্থনা, আমার অপরাধের শাস্তি প্রকাশনী যেন না পায়।’

You might also like

Leave A Reply

Your email address will not be published.