বাংলাদেশে চীনের সিনোফার্মের টিকার অনুমোদন

এবার চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

সম্প্রতি ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড-এস্ট্রাজেনেকার টিকার সরবরাহ সঙ্কটে টিকাদান কার্যক্রম নিয়ে জটিলতা তৈরি হয়। এর পরপরই রাশিয়ার ‘স্পুটনিক-পাঁচ’ অনুমোদন দেয় বাংলাদেশ সরকার। এখন অনুমোদন দেয়া হলো চীনের তৈরি টিকা সিনোফার্মের। এ নিয়ে দ্রুত দুটি নতুন টিকার অনুমোদন দেয়া হল।

মাহবুবুর রহমান বলেন, আজকে আমরা সিনোফার্মের টিকার অনুমোদন দিলাম। এই টিকার প্রথম ডোজ নেওয়ার ২৮ দিন পর দ্বিতীয় ডোজ দিতে হবে।

You might also like

Leave A Reply

Your email address will not be published.