বর্ষায় এক কোটি গাছরোপণ

চলতি বর্ষা মৌসুমে এক কোটি গাছ রোপণ করবে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই কর্মসূচি আগামী ৩০ জুনের মধ্যে উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় চাওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই ফলদ, বনজ ও ঔষুধিসহ বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণের কর্মসূচি শুরু হবে।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উদ্বোধনের দিনই সারাদেশে এক কোটি চারা বিতরণের পরিকল্পনা ছিল বন বিভাগের। কিন্তু করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে এখন পর্যায়ক্রমে চারা বিতরণ করা হবে। এছাড়া নিয়মিত কর্মসূচির আওতায় চলতি বছর আরও ৮ কোটি ২৫ লাখ গাছের চারা রোপণ করা হবে বলে জানিয়েছে বন বিভাগ।

একই সঙ্গে চলতি বর্ষা মৌসুমে কৃষি মন্ত্রণালয়ের অধীন কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে এক লাখ গাছের চারা রোপণের কর্মসূচি হাতে নিয়েছে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন, ‘এবার আমাদের এক কোটি গাছ লাগানোর কর্মসূচি আছে, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এটা আমরা আগেই ঘোষণা দিয়েছি। এই কর্মসূচি উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীর কাছে আমরা আগামী ৩০ জুনের মধ্যে সময় চেয়েছি। তিনি যেদিন সময় দেবেন, সেদিন থেকেই আমরা গাছের চারা বিতরণ শুরু করব।’

তিনি বলেন, ‘সাধারণ মানুষ, স্কুল-কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, জেলা প্রশাসকের অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসকে এই গাছ লাগানো কর্মসূচির আওতায় আনা হবে। তাদের রোপণের জন্য এক কোটি গাছের চারা আমরা দেব। বন বিভাগ এই গাছের চারা সরবরাহ করবে।’

মন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমাদের পূর্ব প্রস্তুতি আছে। করোনা সংক্রমণকাল চললেও সারাদেশে এক কোটি গাছের চারা রোপণে আশা করছি আমাদের তেমন সমস্যা হবে না।’

You might also like

Leave A Reply

Your email address will not be published.