গান ব্যবহার করলে ট্রাম্পের বিরুদ্ধে মামলা করবে রোলিং স্টোন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারে জনপ্রিয় ব্যান্ড সংগীতের দল রোলিং স্টোনের গান ব্যবহার করলে মামলা করা হবে বলে হুমকি দেয়া হয়েছে।

রোলিং স্টোন শনিবার এক বিবৃতিতে ওই হুশিয়ারি দেয়। এতে বলা হয়– অনুমতি ছাড়া তাদের গান নির্বাচনী প্রচারে ব্যবহার বন্ধ না করলে তারা বিএমআইয়ের দারস্থ হবেন। খবর বিবিসির।

ব্যান্ড সংগীত দলের কোনো গান অনুমতি ছাড়া প্রচার করলে যুক্তরাষ্ট্রে আইনিব্যবস্থা নেয় বিএমআই।

সম্প্রতি ওকলাহোমার তুসলাতে ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযানে রোলিং স্টোনের জনপ্রিয় ‘ইউ কান্ট অলওয়েজ গেট হোয়াট ইউ ওয়ান্ট’ গানটি বাজানো হয়।

২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও ট্রাম্পের প্রচারাভিযানে রোলি স্টোনের গান ব্যবহার করা হয়েছিল।

তখনই ব্যান্ড দলটি ট্রাম্পকে টুইট করে বলেছে– আমরা আপনাকে আমাদের গান নির্বাচনের প্রচারে ব্যবহারের অনুমতি দিইনি।

You might also like

Leave A Reply

Your email address will not be published.