উল্লেখযোগ্য হতাহতের কথা স্বীকার আর্মেনীয় প্রধানমন্ত্রীর

বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে আজারবাইজানের সঙ্গে চলমান যুদ্ধে উল্লেখযোগ্য পরিমাণ আর্মেনীয় সেনা হতাহত হয়েছেন বলে স্বীকার করে নিয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পশিনিয়ান। বুধবার টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী এমনটি জানান।

ভাষণে নিকোল পশিনিয়ান বলেন, আমাদের সবার বুঝতে হবে যে আমরা একটি কঠিন সময় পার করছি। আর্মেনিয়ার অসংখ্য সেনা হতাহত হয়েছেন।

তবে পশিনিয়ান দাবি করেন, আর্মেনিয়ার সেনাবাহিনী এখনও ঐ অঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রেখেছে।

এদিকে এই যুদ্ধ বন্ধের জন্য রাশিয়া এবং তুরস্কের পক্ষ থেকে আজারবাইজান ও আর্মেনিয়ার প্রতি আহ্বান জানানো হয়েছে।

আর্মেনীয় অধ্যুষিত নাগোরনো-কারাবাখ নিয়ে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার বিবাদ দীর্ঘদিনের। ১৯৯৪ সালে অস্ত্রবিরতির আগে আজ়ারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যুদ্ধে প্রায় ৩০ হাজার মানুষের প্রাণহানি ঘটে। ওই লড়াইয়ের পর থেকে নাগোরনো-কারাবাখ অঞ্চল আর্মেনিয়ার মদতে দখল করে নেয় আর্মেনীয় বিচ্ছিন্নতাবাদীরা। ২০১৬ সালেও ওই এলাকায় সংঘর্ষে ১১০ জন নিহত হয়েছিলেন।

You might also like

Leave A Reply

Your email address will not be published.