‘আমরা ছিলাম বিশ্বের সেরা ক্রিকেট দল। কেউ আমাদের হারাতে পারত না।’

সেটা উইন্ডিজ ক্রিকেটের স্বর্ণ যুগের গল্প। ১৯৭৫ সালের ২১ জুন লর্ডসে উদ্বোধনী বিশ্বকাপে ক্লাইভ লয়েডের নেতৃত্বে অস্ট্রেলিয়াকে ১৭ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৯৭৯ সালের বিশ্বকাপেও সেরা হয়েছিল লয়েডের দল। তারা ৯২ রানে হারিয়েছিল ইংল্যান্ডকে। তখন বিশ্বক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ ছিল অপ্রতিরোধ্য। সেই দলকে হারানোর ক্ষমতা কারও ছিল না। পুরনো এই মন্তব্যটি এবার নতুন করে করেছেন স্বয়ং ক্লাইভ লয়েড।

১৯৭৫ বিশ্বকাপ ফাইনালে দুর্দান্ত সেঞ্চুরিতে লয়েড হয়েছিলেন ম্যাচের সেরা। রোহন কানহাইয়ের সঙ্গে শতাধিক রানের জুটি গড়েন। কানহাই করেছিলেন ৫৫। সেই ম্যাচ নিয়ে ক্লাইভ লয়েড বলেছেন, ‘এটা আমার এবং প্রথম বিশ্বকাপজয়ী সতীর্থদের জন্য স্মরণীয় দিন। জীবনের সেরা দিনগুলোর একটি। পুরো টুর্নামেন্টে আমরা অপরাজিত ছিলাম। লর্ডসে জেতাটা ছিল অসাধারণ। পর পর দুটি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া দারুণ ব্যাপার। যারা আমাদের হাতে বিশ্বকাপ দেখতে এসেছিলেন, সেই মানুষগুলোর জন্য এটা ছিল বড় উৎসব।’

লয়েড আরও বলেছেন, ‘আমরা ছিলাম বিশ্বের সেরা ক্রিকেট দল। কেউ আমাদের হারাতে পারত না। বিশ্বের সর্বত্র সমীহ করা হতো আমাদের। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অনেক গ্রেটের জন্ম হয়েছে। আমরাও তাদের মধ্যে পড়ি। আমরা ছিলাম খেলায় সাফল্যের প্রতীক। আমাদের এই জয়গুলো ছিল সমর্থকদের জন্যই। শুধু ক্রিকেটারদেরকেই নয়, আমাদের সাফল্য বিশ্বের নানা প্রান্তের মানুষের মন জিতে নিয়েছিল।’

You might also like

Leave A Reply

Your email address will not be published.